প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ
বরিশাল হরিনাফুলিয়ায় হামলা ও বসত ঘর ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকায় নারী- পুরুষ সহ একই পরিবারের চারজনকে পিটিয়ে বসতঘর ভাঙচুর করার ঘটনায় কোতালির মডেল থানা অভিযোগ দায়ের করেন ওই এলাকার কাশেম আকনের ছেলে হানিফ আকন,অভিযোগ করে বলেন, হানিফ একজন পেশায় দিনমজুর, হানিফদের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী সিদ্দিক খানের ছেলে মোঃ রহমান, জাকির হোসেন, আনোয়ার খান, শহিদ খান দের বিরোধ চলে আসছে। বিষয়টা নিয়ে স্থানীয় সালিশদার সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জমি মাপ দিয়ে সমাধান করেন। এরপর হানিফ তার প্রতিবন্ধী ভাইয়ের জন্য ওই জমিতে বসত ঘর তোলে। কিন্তু প্রতিপক্ষ রহমান সহ তার সহযোগীরা বসতঘর সরাতে হানিফ সহ তাঁর পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। এমনকি তারা পাঁচ ভাই বলে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
গত ২১ এপ্রিল বিকেলে হানিফ ভয়ে আতঙ্কে মিডিয়াকর্মীদের খবর দিলে সেখানেও রহমান ও তার সহযোগীরা মিডিয়ার উপস্থিতিতে হানিফ সহ তার ভাইদেরকে উচ্চবাচ্য করে চড়াও হয়। ওই দিনই রাত সাতটার দিকে বিবাদী রহমান, জাকির হোসেন, আনোয়ার খান, শহিদ খান তাদের সহযোগী সুরাত মৃধা,আরাফ সহ একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হানিফের উত্তোলন করা বসতঘর ভাঙচুর করে। এ সময় বাঁধা দিতে গেলে হানিফ আকন, ও তার স্ত্রী শাহনাজ বেগম, ভাবি তাসলিমা বেগম, ভাইয়ের ছেলে প্রতিবন্ধী মোদাচ্ছেরকে পিটিয়ে আহত করেন। পর্যায়ক্রমে নারীদের শ্লীলতাহানি ঘটায় এবং সাথে থাকা সোনার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, আমার অফিসার তদন্তপূর্বক ব্যবস্থা নেবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24