প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ১:৩৪ পূর্বাহ্ণ
রাজাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে মহিলাকে কুপিয়ে জখমের অভিযোগ

রাজাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে
মহিলাকে কুপিয়ে জখমের অভিযোগ
ঝালকাঠির রাজাপুর উপজেলার চরহাইলিখাটি গ্রামে তুচ্ছ ঘটনার যে ধরে লাকি নামে এক মহিলাকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেল পাঁচটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত লাকি ওই এলাকার আবুল বাশারের স্ত্রী।ধন বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত লাকি জানান, তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষ কাওসার, ও তার স্ত্রী ফিরোজা আক্তার, শশুর সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় তারা কুপিয়ে রক্তাক্ত জখম করেন লাকিকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেয় না। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24