নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শাহীন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ২৪ সেপ্টেম্বর রাত দশটার দিকে উপজেলার চাকামুইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত শাহীনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শাহীন ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে ও একজন ব্যবসায়ী।
আহত শাহীন জানান, দীর্ঘদিন ধরে শাহীন ও তার পরিবারদের সাথে এলাকার প্রতিবেশী রিয়াজ আকন ও শাকিল দের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার রাত দশটার দিকে পরিকল্পিতভাবে রিয়াজ, শাকিল, হানিফ, মনির সহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী হত্যার চেষ্টা শাহীন কে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
শাহিন আরো জানান, রিয়াদ, শাকিল, হানিফ, মনির, এরা চিহ্নিত মাদক সেবনকারী। এলাকায় প্রায় সময় মাদক সেবন করে যুব সমাজকে ধ্বংস করছে। অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন হুমকির মুখে পড়তে হয়েছে শাহিনের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।