বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগ
বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুরিয়ায় চাঁদার দাবিতে প্রবাসী জহির হাওলাদার কে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৬ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভান্ডারীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন আহত প্রবাসীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়
আহত জহির ওই এলাকার আরশেদ হাওলাদার এর ছেলে ও একজন কাতার প্রবাসী। জহির জানান, জহির হাওলাদার দীর্ঘ বছর ধরে প্রবাসে থাকেন। ৭-৮ দিন পূর্বে বাড়িতে আসার পর থেকে প্রতিবেশী কালাম হাওলাদার জহিরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে জহির এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বাড়ির অন্যান্য লোকদের জানালে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন গত শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ কালাম হাওলাদারের ছেলে ইমন অতর্কিতভাবে প্রবাসী জহিরের উপর হামলা চালায়, পর্যায়ক্রমে ইমনের বাবা কালাম সহ পরিবারের অন্যান্য সহযোগীরা জহিরের উপর বেধম মারধর করে। জহিরের দাবি তাকে হত্যার চেষ্টায় তার ওপর এই হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। স্থানীয় ও পরিবারের অন্যান্যরা আহত জহিরকে উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জহিরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলের রেফার করা।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।