প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বরিশালে গৌরনদী উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করাকে কেন্দ্র করে আব্দুস সালাম নামে এক বিএনপি নেতাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে মাদক ব্যবসায়ী ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ সময় তারা তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।
গত ১৯ মে সোমবার সকাল আটটার দিকে উপজেলার ২ নং বার্থী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দানডোবা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সালাম তিনি ওই এলাকার মৃত আব্দুল লতিপ মাঝির ছেলে এবং বার্থী ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ৭ নাম্বার ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক পদে রয়েছে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
https://youtube.com/shorts/tkBDiAMC4UI?feature=share
আহত সালাম জানান, সম্প্রতি ধানডোভা এলাকায় একটি পরিত্যক্ত খাল দখল করে অবৈধভাবে স্থাপনা করেন এলাকার রহমান চৌকিদারের ছেলে সরোয়ার ও তার সহযোগী সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে উচ্ছেদ করতে এলাকাবাসী গৌরনদী থানা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রশাসন খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়। কিন্তু সরোয়ার উচ্ছেদের বিষয়টি বিএনপি নেতা আবদুস সালামের দিকে সন্দেহের তীর টানে। তাদের ধারণা আব্দুস সালামের অভিযোগের ভিত্তিতে তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এরই জের ধরে ঘটনার দিন গত সোমবার সরোয়ারের চাচা কাশেমের নেতৃত্বে আব্দুস সালাম এর উপর হত্যার পরিকল্পনা করা হয়। সকাল আটটার দিকে কাশেমের নেতৃত্বে সরোয়ার, আলিম, সহ সাঁত আট জনের একদল সন্ত্রাসী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন এলাকায় আব্দুস সালাম কে একা পেয়ে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত সালামকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইউনুস জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24