
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উরিবুনিয়া গ্রামে দিলীপ কুমার রায় নামে এক সাবেক মেম্বারকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় হাত পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত ২০ ডিসেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে ৬ নং দই হাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উরিবুনিয়া বাজার নামক স্থানে ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহত দিলীপকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হামলার হাঘাতে দিলিপের ডান হাত ও ডান পা ভেঙ্গে যায়। অস্ত্রপাচারের মাধ্যমে চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত দিলীপ জানান, আমি তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলাম। বর্তমানে সংসার নিয়ে জীবন যাপন করি। ঘটনার দিন গত ২০ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে আমি আমাদের উড়িয়া বুনিয়া বাজারে পালিত গরুকে খাবার দেয়া নিয়ে ব্যস্ত থাকি। হঠাৎ মৃত শুবোধ সমাদ্দারের ছেলের সুজন সমাদ্দার, সুজনের স্ত্রী সাথী, মা পুষ্পড়ানি, এসে দিলীপকে হত্যার উদ্দেশ্যে শাবল দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। প্রতিপক্ষরা দিলীপের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে ত্যাগ করেন।
পার্শ্ববর্তী সহ পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারণ বা কেন এর কোনটাই জানা যায়নি। দিলীপ জানান,ওর সাথে আমার কোন শত্রুতা নেই।সুস্থ হয়ে হামলাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান আহত দিলীপ।