• ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাই এলাকায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত- ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ১৮:২৩ অপরাহ্ণ
চরমোনাই এলাকায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত- ৬

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় ধান কাটা কে কেন্দ্র করে ভাই ভাই সংঘর্ষে ৬ জন আহতের অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ৪ নং ওয়ার্ড ডিঙ্গা মানিক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হল, ওই এলাকার কাসেম আলী হাওলাদারের ছেলে জাকির হাওলাদার জাকিরের স্ত্রী আসমা বেগম এবং জাকিরের ভগ্নিপতি কালাম ও বোন হাসিনা বেগম।

অপরপক্ষের জাকিরের বড় ভাই শহীদ এবং ভাতিজা শাকিল।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবছর জাকিরদের ওয়ারিশ জমিতে এককভাবে ধান চাষ করে আসছেন প্রতিপক্ষ ভাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর শহীদ ও তার পরিবারের সদস্যরা। ক্ষমতার দাপট দেখিয়ে এককভাবে দখল করে আসছেন তিনি। এ বছর জাকির ও তার ওপর চার বোন মিলে তাদের পৈতৃক ওয়ারিশ জমিতে ধান চাষ করা হয়। ওই জমিতে থাকা ধান প্রতিপক্ষ শহীদ পূর্বের মত জোরপূর্বক কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায় প্রতিপক্ষ শহীদ, ও শহীদের ছেলে শাকিল, তাদের সহযোগী নাজমিন, হিরা মনি, সহ একদল সহযোগী সন্ত্রাসী, অতর্কিতভাবে জাকির কে হত্যা চেষ্টা চালায়। এ সময় জাকিরের স্ত্রী আসমা ভগ্নিপতি কালাম এবং বোন হাসিনা বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে আহত করেন শহীদ সহ অন্যান্য সহযোগীরা। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারী শহীদ ও তার ছেলে শাকিলও আহত হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....