অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু,আহত- ৪
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ২০:৪০ অপরাহ্ণ

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু,আহত- ৪
বরিশাল মূলদী উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারী রোকেয়াকে পেটে লাথি মেরে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত হয়েছে পরিবারের আরো চারজন। এ ঘটনায় অন্তঃসত্তার গর্ভস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে (আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে) নিশ্চিত হওয়া গেছে। এতে পুরো এলাকায় নিন্দা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। হামলাকারীরা শুধু শারীরিক নির্যাতন করেই থামেনি, তারা ঘরে ঢুকে আসবাবপত্র ভেঙে তছনছ করেছে। লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালংকার।আহত অন্যান্যরা হলো রোকেয়ার মেয়ে নিশু, ভাইয়ের স্ত্রী মরিয়ম এবং মা কহিনুর বেগম। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল আটটার দিকেউপজেলার চর কালেখার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়িতে। গুরুতর অবস্থায় অন্তঃসত্ত্বা নারী রোকেয়াকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যান্যরা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত রোকেয়া জানান, দীর্ঘদিন ধরে রোকেয়া ও তার পরিবারদের সাথে বাড়ির প্রতিবেশী শহিদুল খান ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। রোকেয়া ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। বেড়ানোর উদ্দেশ্যে বাড়িতে আসা হয়। ঘটনার দিন শনিবার সকাল আটটায় জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ শহিদুল খান ও তার স্ত্রী ফারজানা তাদের সহযোগী জালাল খাঁ, শিখা, লিমা ও কুলসুম সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ৩ মাসের অন্তঃসত্ত্বা রোকেয়া বেগমের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় রোকিয়া কে বাঁচাতে রোকেয়ার মেয়ে নিশু, ভাইয়ের স্ত্রী মরিয়ম এবং মা কহিনুর আসলে তাদের ওপরও নির্যাতন হামলা চালিয়ে আহত করা হয়।
শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মারামারিতে অন্তঃসত্ত্বা নারী রোকেয়াকে প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গাইনি বিভাগে রেফার করা হয়। রিপোর্টে দেখা যায় অন্তঃসত্ত্বা নারীর বর্তমানে বাচ্চাটি নষ্ট হয়ে গেছে।এদিকে আহত পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে মুলাদী থানার অফিসার্স ইনচার্জ আরাফাত হোসেন জানান , অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।