• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ১৬:৪৯ অপরাহ্ণ
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ৯ নং দুলাশ্বর ইউনিয়নের ভাবলাতলা বাজার দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে। আহতের নাম সাইফুল খলিফা (৩৫), তিনি  দুলাশ্বর ইউনিয়ন দেলোয়ার খলিফার ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক পদে রয়েছেন।বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, করে বলেন, দীর্ঘদিন ধরে সাইফুল খলিফার সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়ার সঙ্গে তার টাকা লেনদেন রয়েছে। সেই টাকা চাইতে গেলে টাকা নিয়ে তালবাহানা শুরু করে দেয়। এমনকি টাকা না দেয়ার চিন্তা করে ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ূন কবিরের সাথে গোপনে চুক্তি করে বাদশা মিয়া। একপর্যায়ে ঘটনার দিন টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে হুমায়ুন কবিরের নেতৃত্বে বাদশা মিয়া এবং তাদের সহযোগী সিদ্দিক, অলিউল্লাহ ও আরও ৫-৭ জনকে ডেকে এনে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....