• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জমি নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী কে কুপিয়ে জখমের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১৭:০৬ অপরাহ্ণ
কাউখালীতে জমি নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী কে কুপিয়ে জখমের অভিযোগ 

কাউখালীতে জমি নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী কে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুর জেলার কাউখালী থানা এলাকায় জমি বিরোধের জের ধরে আবুল কালাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে ফ্যাসিস্ট আ’লীগের দোসর ও তার সহযোগীদের বিরুদ্ধে। তিন জানুয়ারি শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে কাউখালী উপজেলার জয়কুল গ্রামের খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।আহত আবুল কালাম ওই এলাকার মোনাসেফ আলী খন্দকারের ছেলে ও একজন কাঁচামাল ব্যবসায়ী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত আবুল কালাম জানান, দীর্ঘদিন ধরে আবুল কালামের পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে আ’লীগের দোসর সুলতান, হক এবং সোবাহানদের সাথে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি নিয়ে তৎকালীন সরকারের আমলে অনেক জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হতে হয়েছে আবুল কালাম পরিবারদেরকে। প্রায় সময় সুলতান ও সোবাহান সহ তাদের সহযোগীরা ক্ষমতার দাপট দেখিয়ে আবুল কালামকে খুন জখমের হুমকি দেয়।ঘটনার দিন শনিবার সকাল ১১ টায় জমি বিরোধ নিয়ে আবুল কালাম এর সাথে সুলতানের দ্বন্দ হয়। এরই জের ধরে এক পর্যায়ে সুলতান, হক, এবং সোবাহান  পরিকল্পিতভাবে আবুল কালামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মাথায় মারাত্মক জখম করে। এছাড়া হামলার পূর্বেও তাদের সহযোগী সোহাগ, সাইফুল, নাদিম, নাহিদ, প্রায় সময় আবুল কালামকে হুমকি প্রদান করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....