
গৌরনদী উপজেলারর নলচিড়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি বেল্লাল ফেদা কে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আ’লীগের দোসর লতিফ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে।গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক নয়টার দিকে পূর্ব গরমগল দাখিল মাদ্রাসার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ফেদাকে উদ্ধার করে গৌরনদী আসোকাটি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, সেখান তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বেল্লাল ওই এলাকার আব্দুল হক ফেদার ছেলে ও নলছিড়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি।বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হামলার আঘাতে ধারালো অস্ত্রের কোপে বেল্লালের মাথার উপরের বাম পাশে ১৮ টি সেলাই লাগে।তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহতের পরিবার সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা বেল্লাল ফেদা বর্তমান একজন ঠিকাদার। রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আওয়ামী লীগ নেতা লতিফ খান, এবং তাদের সহযোগী বাদশা, রফিকুল, সিরাজ খাঁ, রায়হান, ফজলুল খান, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী বেলালকে তাদের বাড়ির সামনে রাস্তা থেকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। বর্তমানে বেল্লাল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় গৌরনদী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।