• ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
মঠবাড়িয়ায় ওয়ার্ড যুবদলের সভাপতি কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে ওয়ার্ড যুবদলের সভাপতি কাওসার কাজী কে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল আনুমানিক চারটার দিকে সাপলেজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খেতাছিড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত কাওসারকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কাওসার ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদে রয়েছে। আহতের পরিবার সূত্রে জানা যায়, গত গত মঙ্গলবার বিকেল চারটার দিকে তুচ্ছ বিষয় নিয়ে ওয়ার্ড যুবদল সভাপতি কাওসারের সাথে এলাকাল মন্টু গাজির ছেলে বখাটে জাহিদের দ্বন্দ হয়। 

একপর্যায়ে জাহিদ সহ তার সহযোগীরা অহেতুক পাবে কাওসারের উপর চড়াও হয়ে যায়। প্রতিবাদ করা হলে জাহিদ কে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় এলোপাথা এভাবে পিটিয়ে মারাত্মক জখম করেন জাহিদ এবং তার সহযোগী রাকিব, জামাল, জাহাঙ্গীর, সহ অজ্ঞাত দুর্বৃত্ত সন্ত্রাসীরা।স্থানীয় ও পরিবারের লোকজন আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....