বরগুনার বামনা থানাধীন এলাকায় জমি বিরোধের জের ধরে লাইজু নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বলইবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন আহত লাইজু কে উদ্ধার করে গুরুতর অবস্থায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তারা অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন। বর্তমানে লাইজু হাসপাতালের সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তিনি ওই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী।
আহত লাইজুর ভাসুর জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের বাপ দাদার পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে প্রতিপক্ষ মৃত নূর মোহাম্মদের ছেলে দুলাল গংদের সাথে বিরোধ চলে আসছে। জাকিরদের জমি প্রতিপক্ষরা জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায়।বিষয়টি নিয়ে জাকির এবং জাকিরের চাচা ওমর ফারুক দখলের চেষ্টা অভিযোগ এনে প্রতিপক্ষ দুলাল গংদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা আদায় করেন।মামলাটি বর্তমানে সাক্ষীর শুনানিতে চলমান রয়েছে।
কিন্তু প্রতিপক্ষরা আদালতের নিয়ম-কানুন তোয়াক্কা না করে জমি জবরদখল করতে মড়িয়া হয়ে ওঠে। ঘটনার দিন গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জমি নিয়ে জাকির পরিবারদের সাথে প্রতিপক্ষ দুলাল ও তাদের সহযোগী শামসুল হক, ইমরানদের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে, একপর্যায়ে দুলাল, শামসুল হক, ইমরান, ফাতেমা, সহ কয়েকজন পরিকল্পিতভাবে জাকিরের ভাইয়ের স্ত্রী লাইজুকে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে প্রতিপক্ষরা হামলা চালিয়ে উল্টো তাদের বিরুদ্ধে থানায় মামলার অভিযোগ দিয়ে হয়রানি করে বলে অভিযোগ করেন।