• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর শরিকলে চাঁদার দাবিতে প্রবাসী সহ পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
গৌরনদীর শরিকলে চাঁদার দাবিতে প্রবাসী সহ পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

বরিশাল গৌরনদী উপজেলার শরিকল এলাকায় চাঁদার দাবিতে প্রবাসী সহ তার পরিবারের চারজনকে হত্যার চেষ্টায় হামলা ও নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা নগদ ৩ লাখ টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। গত বুধবার পহেলা সেপ্টেম্বর বিকেল আনুমানিক তিনটার দিকে মহিষা গ্রামে এই ঘটনা ঘটে। 

আহতরা হলো, ওই এলাকার প্রবাসী জসীমউদ্দীন খান, জসিমের স্ত্রী লিমা বেগম এবং মেয়ে অর্থি ও, মুনা। বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত লিমা জানান, লিমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। গত এক মাস পূর্বে দেশে আসে। কয়েক দিন ধরে মৃত আলাল বয়াতির ছেলে হালিম বয়াতি ও তার পরিবারের সহযোগীরা প্রবাসীর স্ত্রী লিমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। 

দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে প্রতিপক্ষ হালিম বয়াতি ক্ষিপ্ত হয়ে যায়। গত বুধবার বিকেল তিনটার দিকে প্রবাসী জসিম ও তার স্ত্রী লিমা এবং মেয়ে অর্থ ও মুনা ঘরের বিল্ডিংয়ের জন্য টাইলস কিনতে সরিকল বাজারে রওনা হলে হঠাৎ হালিম বয়াতি, মনির বয়াতি, আল আমিন বয়াতি, হাসান বয়াতি, রাবেয়া, মুক্তা, সাবিনা, মায়া, মেরুনা, সালমা, ইয়ামিন, পরিকল্পিতভাবে চাঁদার দাবিতে বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়ে গুরুতরভাবে আহত করেন। এ সময় বাসায় থাকায় তিন লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....