• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটির দপদপিয়ায় শুক্কুর পরিবারকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১৩:১৬ অপরাহ্ণ
নলছিটির দপদপিয়ায় শুক্কুর পরিবারকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি

ঝালকাঠির নলছিটি উপজেলার জমি বিরোধকে কেন্দ্র করে আব্দুস শুক্কুরসহ তার পরিবারকে বিভিন্নভাবে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি ও মানহানির করার অভিযোগ ওঠেছে আনসার সদস্য জুয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এমনকি বিরোধপূর্ণ জমি নিয়ে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দপদপিয়ায় ইউনিয়নের তিমিরকাটির কুমারখালী গ্রামে। 

ভুক্তভোগী আব্দুস শুক্কুর জানান, দীর্ঘ তিন যুগ ধরে দেড় শতাংশ জমি নিয়ে আব্দুস শুক্কুর ও তার পরিবারদের সাথে প্রতিবেশী মৃত বারেক হাওলাদার এর ছেলে আনসার সদস্য জুয়েল তার পরিবারদের বিরুদ্ধে বিরোধ চলে আসছে। শুক্কুরের জমির ভিতর প্রবেশ করে এক শতাংশের বেশি জমি জুয়েল জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে। জমি পেতে তারা আদালতে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করলেও আদালতের রায় আবদুস শুক্কুরের পক্ষে হয়। 

কিন্তু প্রতিপক্ষ জুয়েল ও তার সহযোগীরা আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখল করতে মরিয়া হয়ে ওঠ। বিষয়টি নিয়ে উভয়পক্ষকে একত্রিত করে এলাকার চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশ সমাধান করে দেয়। কিছুদিন গেলে আবার সেই সমাধান কে বানচাল করে পূর্বের মতো জমি দখলের চেষ্টা চালায়।

গত ১১ অক্টোবর দুপুরের পর আব্দুস শুক্কুরের জমির ভিতরে সীমানা ভেঙ্গে জোরপূর্বক প্রবেশ করে ।সেখানে বাধা দিলে প্রতিপক্ষ জুয়েল ও তার মা পরিভানু ক্ষিপ্ত হয়ে যায়। ওইদিনই রাত্রে শুক্কুর ও তার পরিবারকে ফাঁসাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীভানু বেগম নাটকীয় কায়দায় ভর্তি হয়। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এটা নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ সমাধান করে দিয়েছে। কিন্তু জুয়েল ও তার পরিবার কোন কিছুর আইন-কানুন তোয়াক্কা করে না। যে কারণে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলমান। 

এ বিষয় নলছিটি থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম জানান, জমি জমা নিয়ে দ্বন্দ্বে এক পক্ষ অভিযোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন....