• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠির পোনাবালিয়ায় ভাই ভাই দ্বন্দ্বের জেরে ভাতিজিকে হামলাও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
ঝালকাঠির পোনাবালিয়ায় ভাই ভাই দ্বন্দ্বের জেরে ভাতিজিকে হামলাও নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি জেলার সদর পোনাবালিয়ার চানপুরা গ্রামে জমি জমা নিয়ে ভাই ভাই দ্বন্দ্বের জেরে ভাতিজিকে হামলা ও নির্যাতন চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে চাচা ও তার সহযোগিদের বিরুদ্ধে । এ সময় ঘরে থাকা ১৯ হাজার ৭শ টাকা এবং দীপার সাথে থাকা গলার চেইন কানের দুল, এবং পায়ের নুপুর ছিনিয়ে নিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ঘটনা ঘটে। আহত ভাতিজির নাম দীপা (১৩), সে প্রশান্ত মিস্ত্রির মেয়ে ও একজন স্কুল ছাত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের বাবা প্রশান্ত জানান, প্রশান্তের সাথে জমি জমা নিয়ে তার আপন ছোট ভাই নিতাই ও তার পরিবারদের বিরোধ চলে আসছে। পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়া হয়। 

কিন্তু ছোট ভাই নিতাই এবং তাদের সহযোগী নিরু, আকাশ,আইনের কোন নিয়ম কানুন তোয়াক্কা করে না, 

ঘটনার দিন গত বৃহস্পতিবার প্রশান্তর সাথে নিতাই ও তার সহযোগীদের দ্বন্দ্ব হয়। 

এরই জের ধরে নিতাই ও তার সহযোগী নিরু ,আকাশ, নির্মল মাস্টার, রিপন হাওলাদার, আবুলসহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী পরিকল্পিতভাবে ভাতিজি দিপাকে হত্যার চেষ্টায় অমানুষিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত জখম করে। প্রায় আট ঘন্টা অচেতন অবস্থা থাকার পরে জ্ঞান ফিরে। প্রশান্ত আরো জানান এর পূর্বেও আরো ৩-৪ বার দীপা ও দীপার মাকে আহত করেন নিতাই ও তার সহযোগীরা। 

দীপার বাবা প্রশান্ত আবাসনে থেকে দিনমজুরি করেন। যে কারণে বাড়িতে থাকা হয় না।

তিনি আরো জানান, ২৩ বছর পূর্বে নিরুর বাবার শ্রাদ্ধ ও বোনের বিবাহের জন্য প্রশান্তের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়। কিন্তু ওই টাকার জন্য প্রশান্তর নামে একটি জমি দলিল রেজিস্ট্রি করে দেওয়ার কথা। জমি দখলে দেয়। কিন্তু জমি দলিল করে দেয় না। এভাবে নিরু তার সহযোগীরা প্রশান্তর সাথে প্রতারণা করে আসছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....