• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আদালতের রায় উপেক্ষিত- প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত- ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে আদালতের রায় উপেক্ষিত- প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত- ৪

বরিশাল গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পহেলা অক্টোবর সোমবার সকাল ছয়টার দিকে শরিকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নিজ বাড়ির রাস্তার সামনে এই ঘটনা ঘটে। 

আহতরা হলো, ওই এলাকার মৃত সুলতান মোল্লার ছেলে ফালু মোল্লা ও ফালু মোল্লার ছেলে জয় মোল্লা, হাসান মোল্লা এবং মানিক মোল্লা। 

এদের মধ্যে ফালু ও জয় কে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। 

আহত ফালু মোল্লা জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে ফালু মোল্লার সাথে প্রতিবেশী মিলন গোমস্তা ও তাদের গংদের বিরোধ চলে আসছে।

 বিরোধপূর্ণ জমি নিয়ে ২১ বছর ধরে মামলা বিচারাধীন থাকার পর গত এক বছর পূর্বে ফালু মোল্লার পক্ষে আদালত রায় দেয়। আদালতের রায় প্রতিপক্ষরা মানতে নারাজ। তারা দখলকৃত জমি এখনো ভোগ দখল করে আছে। বিষয়টি নিয়ে ফালু মোল্লা ও তার পরিবার বিষয়টি নিয়ে আইন প্রশাসনকে অবগত করলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।

এরই জের ধরে, ঘটনার দিন সোমবার সকাল ৬ টায় মিলনের হুকুমে ইউনুস ফেদা, খলিল ফেদা, কবির ফেদা, রশিদ ফেদা, মিন্টু মোল্লা, সহ একদল সহযোগী পরিকল্পিতভাবে ফালু মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ছেলে জয়, হাসান ও মানিক আসলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে ইউনুস সহ অন্যান্য সহযোগীরা। 

স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক গৌরনদী আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ফালু ও জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করে। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....