
বরগুনার সদর পুরাঘাট ফেরিঘাট এলাকায তুচ্ছ ঘটনার জের ধরে আলমগীর গাজী নামে এক দিনমজুর কে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ছয়টার দিকে ৬ নং বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামের ফেরিঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় আহতের সাথে থাকা মোবাইল নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়।আহত আলমগীর গাজী ওই এলাকার সোবাহান গাজীর ছেলে ও একজন দিনমজুর। বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
আহত আলমগীর জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফেরিঘাট এলাকায় আমার ছেলে বেলাল গাজীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশী সরোয়ার মেম্বারের ছেলে শাহীন রহিম, করিম ও তাদের ভাগিনা রোহানের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে, এক পর্যায়ে আমার ছেলের উপরে শাহিন শাহ অন্যান্যরা হামলা চালালে ওই সময় আমি বাঁচাতে যাই।
এক পর্যায় আমাকে শাহীন, রহিম,রোহান করিম সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় ও পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে আমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।