বেতাগীতে সুপারি পাড়াকে কে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৫, ১৩:৫৩ অপরাহ্ণ
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়ায় সুপারি পাড়াকে কেন্দ্র করে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত রবিবার বিকেল তিনটার দিকে মোল্লারহাট বাজার সংলগ্ন মোল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত আল আমিনকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।আল আমিন ওই এলাকার আলমগীর মোল্লার ছেলে ও একজন দিনমজুর।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আল-আমিন ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আলামিনের চাচাতো ভাই জাকির মোল্লা ও জামালদের পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন রবিবার আলামিন তাদের গাছের সুপারি পাড়ে। এ সময় প্রতিপক্ষ চাচাতো ভাই জাকির ও জামাল সুপারি তাদের বলে বাধা দেয়।আর এটাকে কেন্দ্র করে আলামিনের সাথে জামালের দ্বন্দ্ব হয়, এরই জের ধরে এক পর্যায়ে জামাল ও তার সহযোগী জাকির, ইমরান, মামুন সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আলামিনকে হত্যার চেষ্টা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আলামিনের বাবা আলমগীর ও ১০ বছরের শিশু জিহাদ বাঁচাতে আসলে তাকেও হামলা চালিয়ে আহত করেন জাকির সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থা আল-আমিনকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
এদিকে হামলার পর আহতের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে আহত পরিবারকে আওয়ামী লীগের দোসর আবু ও জালাল বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।