
ঝালকাঠির রাজাপুর উপজেলায় চাঁদার দাবিতে ফরিদ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
৩ অক্টোবর শুক্রবার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজার সংলগ্ন স্থানে ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত ফরিদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
ফরিদ উদ্দিন ওই এলাকার মৃত ইনসান আলী হাওলাদার এর ছেলে ও একজন মুদি ব্যবসায়ী।
আহত ফরিদ জানান, দীর্ঘদিন ধরে ফরিদ ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মৃত জাফর মাস্টারের ছেলে কামরুল গং দের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমি আহত ফরিদের মেয়ে জামাই শামীম ক্রয় করেছে। জমি দেখাশোনা করেন তিনি। জমিতে থাকা দোকান ও সাইনবোর্ড দেওয়া হলে প্রতিপক্ষ কামরুল ও তার সহযোগীরা উপড়ে ফেলে। শশুর ফরিদ প্রতিবাদ করলে মোটা অংকের চাঁদা দাবি করে প্রতিপক্ষরা।
দাবিকৃত চাঁদা না দেয়ার জের ধরে ঘটনার দিন শুক্রবার সকাল ১১ দিকে দিকে কামরুল, সালাম, সানাউল্লাহ, সজীব, নাঈম, সানাউল, হাসান মাওলানা, সহ অজ্ঞাতনামা দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা ফরিদ হাওলাদার কে অতর্কিত হামলা চালায়। এ সময় ফরীদের বেয়াই শামীমের বাবা আনোয়ার হোসেন বাঁচাতে আসলে তার উপর ও হামলা চালায় কামরুল সহ অন্যান্য সহযোগিরা।
স্থানীয়, পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে রাজাপুরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে প্রেরণ করেন।
বর্তমানে ফরিদ হাসপাতালে সার্জারি বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।