
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কালকিনিতে চাঁদা নিয়ে দ্বন্দ্বে , দুই নারীর উপর নির্যাতন ও হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রী সহ জমি বিক্রেতাকে নির্যাতন ও হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৮ অক্টোবর শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার পাঙ্গাসিয়া গ্রামে ঘটনা ঘটে।
আহতরা হল, ওই এলাকার বাসিন্দা প্রবাসী কালাম মোল্লার স্ত্রী শিল্পী আক্তার এবং জমি বিক্রেতা কামরুল হাসান নান্নার স্ত্রী রুমা আক্তার। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিল্পী জানান, আমি কালকিনি উপজেলার সদর পাঙ্গাসিয়া এলাকার রুমা বেগমের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করি। গত ২৫ দিন ধরে ওই জমিতে ভবন তৈরি করার কাজ শুরু করলে এলাকার, হাবিব হাওলাদারের ছেলে বেল্লাল, ইয়াসিন, তাদের সহযোগী রাহাত আমাদের কাছে মোটা অংকের চাঁদাবাদী করে, পরে বাধ্য হয়ে আমি ২ লাখ টাকা চাঁদা দেই।
পরবর্তীতে এক সপ্তার মাথায় আবার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি কৃত চাঁদার বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মীমাংসায় বসেন। গত শনিবার রাত আটটার দিকে শালীর সমাধানের মধ্যে হঠাৎ আমাকে চাঁদাবাজ চক্রের মূল হোতা বেল্লাল নির্যাতন ও হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়।এ সময় আমার জমি মালিক রুমা আক্তার বাঁচাতে আসলে তার ওপর হামলা চালায় বেল্লাল সহ তাদের সহযোগীরা।
স্থানীয় ও পরিবারের লোকজন আমাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয় কালকিনি থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা জানান, রাস্তা নিয়ে বিরোধ- দ্বন্দ্বে আহত হয়েছে, তবে চাঁদাবাজির কোন ঘটনা আছে কিনা তা আমরা খতিয়ে দেখব।