কাজিরহাটে জামিনে বের হয়ে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি, থানায় ডায়েরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৫, ২৩:২২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা এলাকায় জামিনে বের হয়ে বাদীসহ তার পরিবারকে ভয়-ভীতি সহ ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে।
এই ঘটনায় আব্দুল করিম বাদী হয়ে কাজির হাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং ৮৬৯।
জিডি সূত্রে জানা যায়, কাজির হাট থানা জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শরীফের চর গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলী ফকিরের ছেলে আব্দুল করিম ও তার পরিবারদের সাথে প্রতিবেশী সৈয়দ শরীফের ছেলে রাজিব শরীফ গং দের জমি নিয়ে বিরোধে চলে আসছে। গত ৬ এপ্রিল আমাকে ও আমার ভাবি বাদী আছিয়া বেগম সহ পরিবারের ছয়জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়। যার মামলা নং ৬। ওই মামলায় আসামিরা জেল হাজত খেটে জামিনে বের হয়ে আব্দুল করিম ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণ মাসের হুমকি দেয়।
আব্দুল করিম জানান, পাঁচজন আসামীর মধ্যে রাজিব ও আর্য বেগমের জামিন হয়। তারা জামিনে বের হয়ে আমার ভাবী মামলার বাদী আসিয়া বেগমকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। বাড়িতে আমার মা ও স্ত্রীকে নিয়ে আমি একা থাকি। বাদী আছিয়া বেগম ও একা থাকেন। আমার অন্যান্য ভাইয়েরা সবাই চাকরির জন্য দূরে থাকেন।
এই সুযোগে আমাদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন চালায় কথিত ছাত্রদল নেতা রাজিব। ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে আমাদেরকে দফায় দফায় হামলা- মামলার ভয় দেখিয়ে আসছে। আমরা বর্তমানে ওদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে কাজিরাট থানার এ এসআই আরিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।