
পটুয়াখালীর দশমিনা থানা এলাকায় জমিতে সীমানা দেয়াকে কেন্দ্র করে মাকসুদা নামে এক নারীকে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার সাথে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষরা।
গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলিপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড চানপুরা গ্রামে ঘটনা ঘটে।
আহতের নাম মাকসুদা বেগম। সে ওই এলাকার দেলোয়ার মীরের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাকসুদা জানান, দীর্ঘদিন ধরে আমার স্বামী দেলোয়ার মীরের পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে প্রতিপক্ষ আসিফ মীর ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
গত মঙ্গলবার বিকেলে আমাদের জমিতে আসিফ মীর ও তার সহযোগীরা জোরপূর্বক সীমানা দেয়। এতে বাধা দিলে মাকসুদা বেগমের সাথে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে আসিফ মীর, ও তাদের সহযোগী আজমির, আকলিমা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে মাকসুদা কে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয় ও পরিবারের লোকজন আহত মাকসুদাকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।
মাকসুদা আরো জানান, আমার স্বামী বাড়িতে থাকে না। যে সুযোগে প্রতিপক্ষ আসিফ ও তার সহযোগীরা আরো বেপরোয়া হয়ে ওঠে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।