ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বসত বাড়ির রাস্তা নিয়ে শত্রুতার জের ধরে গভীর রাতে ডাকাতি স্টাইলে ঘরে ঢুকে স্বামী স্ত্রীকে বৈদ্যুতিক শটের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মে শনিবার রাত দুইটার দিকে বড় মানিকা গ্রামের সাদেক সওদাগরের বাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, সাদেক সওদাগরের ছেলে খোকন এবং খোকনের স্ত্রী মুন্নি। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত স্বজন সূত্রে জানা যায়, খোকনের বসতবাড়ির রাস্তার পথ দিয়ে হাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আলাউদ্দিন ও সোয়ানদের সাথে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ পথের মধ্যে সীমানা দেয়া নিয়ে সালিশ সমাধান হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাস্তা দিয়ে হাঁটার জন্য অনুমতি দেয়। কিন্তু স্থানীয় সালিশদের উপেক্ষা করে সালিশ না মেনে আলাউদ্দিন ও সোহান সহ তাদের সহযোগীরা রাস্তা দিয়ে হাঁটতে দেবে না বলে হুমকি দেয় খোকন ও তার পরিবারকে। এরই জের ধরে ,ঘটনার দিন গত শনিবার গভীর রাত ২ টার দিকে পূর্বপরিকল্পিতভাবে ঘরের মধ্যে শীদ কেটে সোহানসহ একদল সহযোগী ঘরে প্রবেশ করে। একপর্যায়ে খোকন ও তার স্ত্রীকে বৈদ্যুতিক শট দিয়ে আতঙ্ক তৈরি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা এলপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে খোকন ও তার স্ত্রী মুন্নিকে। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।