• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের অভিযোগ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৫, ১৮:৩৪ অপরাহ্ণ
অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের অভিযোগ হাসপাতালে ভর্তি
অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের
 অভিযোগ হাসপাতালে ভর্তি

বরিশাল মুলাদী উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের  পর মুখে কাপড় দিয়ে গন ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে,

গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে চর লক্ষ্মীপুরের দড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতার নাম সুরমা বেগম। সে ওই এলাকার দিনমজুর কালাম হাওলাদারের স্ত্রী। বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বামী কালাম জানান, আমাদের বাড়ির প্রতিবেশী সত্তার হাওলাদার অভিযোগ করেন তাদের বাসা থেকে স্বর্ণ চুরি হয়। তারা আমার স্ত্রীর উপর চুরি বিষয়টি সন্দেহ করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলে ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে আমার বাসায় ঢুকে আমার স্ত্রী সুরমা বেগমকে একটা রুমের মধ্যে আটকে ছত্তার হালদারের ছেলে মনির, সোহেল, ইউসুফ, মারধরের একপর্যায়ে গন ধর্ষণ করেছে।
আমার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। আমরা ধারণা করছি পেটের সন্তান নষ্ট হয়ে যেতে পারে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ভিকটিম সুরমা জানান, হঠাৎ সুরমা কে মারধর করে একটা রুমের মধ্যে আটকে মনির সোহেল, ইউসুফ, গন ধর্ষণ করে। আমি এর বিচার চাই।
এ বিষয় মুলাদী থানার অফিসার্স ইনচার্জ শফিকুল ইসলাম জানান,  বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তবুও আমি খোঁজখবর নিয়ে বিষয়টি দেখতেছি।
সংবাদটি শেয়ার করুন....