• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চাঁদার দাবিতে প্রবাসীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে চাঁদার দাবিতে প্রবাসীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

গৌরনদীতে চাঁদার দাবিতে প্রবাসীকে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ

গৌরনদী উপজেলার পৌর ৬ নং ওয়ার্ডে চাঁদার দাবিতে প্রবাসী রুবেল নারীকে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার সকাল ১১ টার দিকে নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে। স্থানীয় পরিবারের লোকজন আহত রুবেল কে উদ্ধার করে তাৎক্ষণিক গৌরনদী আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।রুবেল ওই এলাকার মামুন রাড়ির ছেলে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, গত তিন চার মাস পূর্বে রুবেল রাড়ি প্রবাস থেকে বাড়িতে আসে। আসার পর থেকে এলাকার রিয়াজ উকিল সহ তার সহযোগীরা রুবেলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি কৃত চাদা না দিলে রুবেলকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। 

ঘটনার দিন শনিবার সকাল ১১ টায় চাঁদা না দেওয়ায় রিয়াজ উকিল, জামাল শরীফ, শাকিব হাওলাদার, রাসেল মোল্লা, দুলাল সহ সাত/ আট জন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা রুবেল রাড়িকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....