• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে রাস্তা আটকীয়ে দেয়াল নির্মাণ, আহত- ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ২১:০৯ অপরাহ্ণ
বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে রাস্তা আটকীয়ে দেয়াল নির্মাণ, আহত- ৩
বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডে রাস্তা আটকীয়ে দেয়াল নির্মাণ, আহত- ৩
বরিশাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় চলাচলের রাস্তা আটকিয়ে দেয়াল নির্মাণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ আগস্ট শনিবার সকাল দশটার দিকে খান মঞ্জিল গলিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, মৃত আব্দুর রশিদ খানের ছেলে ব্যবসায়ী সালাম খান, সাদেক খান এবং অপর পক্ষের নয়ন খান।
এদের মধ্যে একজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত সাদেক জানান, সাদেকের বড় ভাই সালাম খান ঢাকায় বসবাস ও ব্যবসা করে আছেন। বরিশালে কম থাকেন। সালাম খানের জমি গত তিন মাস ধরে জবরদখল করে বসবাস করে আসছে সালাম খানের চাচাতো ভাই আসাদুজ্জামান খান পলাশ। তাছাড়া গত শুক্রবার ভোর রাতে বিসিসির নির্দেশ অমান্য করে সালাম খানের বোন ইস্মোতারা হ্যাপির চলাচলের রাস্তা আটকীয়ে দেয়াল নির্মাণ করে আসাদুজ্জামান খান পলাশ ও তাদের চাচাতো ভাই নয়ন খান, সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী।  বিষয়টি নিয়ে শনিবার সকাল দশটায় রাস্তার উপর পথ আটকানো দেয়াল ভেঙ্গে দেয়াকে কেন্দ্র করে সাদেক খান ও তার ভাই সালাম খানের সাথে আসাদুজ্জামান খান পলাশ ও তার সহযোগীদের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে আসাদুজ্জামান খান পলাশ, নয়ন খান, সহ ১০/১২ জন সহযোগী প্রতিপক্ষ চাচাতো ভাই সাদেক খান ও সালাম খানের উপর ইট পাটকেল মেরে আহত করে। নিজেদের  ইট পাটকেলে হামলাকারী নয়ন খান ও আহত হয়।
সাদেক খান আরো জানান, আসাদুজ্জামান খান ওরফে পলাশ একজন স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। ঝালকাঠি নলছিটি উপজেলায় আওয়ামী লীগ নেতা। আমির হোসেন আমুর একজন সহচর। তাছাড়া তার বিরুদ্ধে রয়েছে থানায় একাধিক মামলা।
অন্যদিকে নয়ন খান জানান, জমি জমা বিরোধের জের ধরে শাহিন খান, আব্দুল হাই, সাদেক খান তার উপর হামলা চালায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
সংবাদটি শেয়ার করুন....