• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ১৪:৪৪ অপরাহ্ণ
কলাপাড়ায় চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়া চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় চাঁদার দাবিতে তামিম হোসেন নামে এক যুবককে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা যুবকের গলায় থাকা সোনার চেইন ও নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।গত রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ফরিদগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তামিমকে পরিবারের লোকজন উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তামিমের ভাই নাজমুল জানান, দীর্ঘদিন ধরে তামিম নাজমুল পরিবারদের সাথে প্রতিবেশী মোশারফ হাওলাদারের ছেলে সজীব গং দের পূর্ব শত্রুতা চলে আসছে। সজীব ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি করার অভিযোগ ওঠে। আর এটাকে কেন্দ্র করে তামিমদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে সজীব ও তার সহযোগীরা।

এরই জের ধরে একপর্যায়ে ঘটনার দিন রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টর দিকে সজীব, তাদের সহযোগী ইব্রাহিম, ইশা, বাইজিদ, জাহিদ, ইমরান, মাহতাব , রাকিবুল, নিজাম, মোতাহার, নজরুল, আব্বাস, কোহিনুর বেগম, বেবি, লুৎপা এবং সজিবের বাবা মোশারফ সহ আরো অজ্ঞাতনামা দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে তামিমের উপর অতর্কিত হামলা চালায়। হামলার পরেও আহতের পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....