
বন্দর থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জেরে অবঃপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম
বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন মজিদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে ঘটনা ঘটে। আহতের নাম এরফাজ আলী মুন্সি বাবুল, সে ওই এলাকার মৃত মোসলেম আলী মুন্সির ছেলে ও একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষ মেজ ভাই কালাম মুন্সি ও তার পরিবারের অত্যাচারে দীর্ঘ ১৪ বছর ধরে আহত এপরাজ আলী মুন্সি বাবুল চট্টগ্রাম বসবাস করেন। এর সুযোগে কালাম মুন্সী ও তার সহযোগীরা বাবুল মুন্সির বসতবাড়ির গাছপালা ফল-ফলাদি লুটপাট করে নিয়ে যায় এবং বাড়ি দখলের চেষ্টাও চালায়। গত একমাস পূর্বে বাবুল মুন্সী চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে বসবাসের জন্য আসেন। সেখানে একটি ঘর উত্তোলন করেন। কিন্তু প্রতিপক্ষরা বিভিন্ন কাজে বাধা প্রদান করে।
এরই জের ধরে ঘটনার দিন বুধবার দুপুর আড়াইটার দিকে কালাম মুন্সী তার বড় ভাই বাবুল মুনশিকে তার ঘরে ডেকে নিয়ে লাঞ্চিত করেন। এক পর্যায়ে কালাম ও তার স্ত্রী বিউটি, মেয়ে মানসুরা, সাথী, মেয়ে জামাই মিজানুর রহমান সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় বাবুল মুন্সি কে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
মিজানুর রহমান নিজেকে বিএনপি নেতা দাবি করে এলাকা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তার অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। একসময় সে লঞ্চঘাটের ডেন্ডি খোর খোর ছিল, মামলা না করতে আমাদেরকে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছে। বর্তমানে মিজানের ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় মামলার পরিস্থিতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়