• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়ায় বড় ভাইকে ইট দিয়ে পিটিয়ে মাথার চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ণ
কাউনিয়ায় বড় ভাইকে ইট দিয়ে পিটিয়ে মাথার চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ 
কাউনিয়ায় বড় ভাইকে ইট দিয়ে পিটিয়ে মাথার চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ

বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন তিন নং ওয়ার্ড পশ্চিম মাতাসা এলাকায় ঘর তোলা কে কেন্দ্র করে বড় ভাই নয়ন হোসেনকে হত্যার চেষ্টায়  ইট দিয়ে পিটিয়ে মাথার চারা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে।

গত ৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ির সামনে ঘটনা ঘটে।
আহতের নাম নয়ন হোসেন, (৩৮), সে ওই এলাকার মৃত মস্তফা হাওলাদার এর ছেলে ও একজন প্রবাসী। বর্তমান তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
হামলার আঘাতে নয়নের  মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নয়নের মাথার পিছনের চারা ভেঙ্গে গুরুতর জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত নয়নের স্ত্রী লিজা জানান, আমার স্বামী নয়ন হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। ২০ বছর প্রবাসে থাকা কালীন সময় তার অপর দুই ভাই স্বপন ও বিপ্লবকে টাকা খরচ করে ঘর করে দেয়।
এবং আমার শাশুড়ি মাকে ১১ শতাংশ জমি কিনে দেয়। গত ছয় মাস পূর্বে নয়ন প্রবাস থেকে দেশে ফিরে। এবং বাড়িতে এসে তার বাবার পৈত্রিক চৌষট্টি শতাংশ জমির মধ্যে ৪ শতাংশ জমিতে থাকা তার ঘরের বারান্দার কাজ করেন।
 ঘরের কাজ করাকে কেন্দ্র করে বড় ভাই নয়ন হোসেনের সাথে তার ছোট ভাই স্বপন ও বিপ্লবের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে স্বপন, বিপ্লব সহ অজ্ঞাত কয়েকজন সহযোগী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় নয়নের উপরে অতর্কিত হামলা চালায়।
তিনি আরো জানান, শুধু গতকালকে নয় এর পূর্বে স্বপন, বিপ্লব সহ তাদের সহযোগীরা চলতি মাসের গত পাঁচ ই আগস্ট আমাদের বাসায় বাড়িতে এসে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
বর্তমানে নয়নের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। আহত নয়ন জানান, হামলাকারীদের বিরুদ্ধে সুস্থ তদন্ত করে আইনের আওতায় আনা হোক ।
সংবাদটি শেয়ার করুন....