
বরিশাল নগরীর কাজীপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষে নারী, পুরুষ সহ আহত- ৩
বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাজীপাড়া দ্বিতীয় লেন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মৃত শহীদ উদ্দিন তালুকদারের ছেলে মুজিবুর রহমান স্বপন এবং স্বপনের ছেলে জাবেদ তালুকদার এবং অপর পক্ষের শহিদুল ইসলামের স্ত্রী মাসুমা বেগম। বর্তমানে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে স্বপন তালুকদারের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রে জানা যায়, দ্বিতীয় লেন এলাকায় আফসানা মঞ্জিলের পাশে মজিবুর রহমান স্বপন ও প্রতিবেশী শহিদুল ইসলাম জমি ক্রয় করেন।উভয়ের জমি একই দাগ একই খতিয়ানে। এমনকি ড্রেনের সাথে অবস্থিত চৌহদ্দি রয়েছে।কিন্তু প্রতিপক্ষ শহিদুল ইসলাম রাস্তার পাশে পূর্ব পশ্চিম টেনে এককভাবে দখলের চেষ্টা চালায়।তবে এভাবে জমি দখল দিলে স্বপন তালুকদারের জমি পিছনের অংশে পড়ে যায়। তাতে ওই জমি চলাচলের জন্য তিনি সহ স্থানীয় অন্যান্য অংশীদাররা অনুপোযোগী হয়ে পরে।
স্থানীয়দের দাবি, এখানে উভয়ের জমি রয়েছে, যদি বণ্টন হয় উত্তর দক্ষিণ করে যার যার অংশে সে দখলে যাবে। এতে করে সবাই রাস্তা পাবে,
আহত স্বপন তালুকদার জানান, স্থানীয়দের দাবি আমার দাবী একই দাবী।এদিকে গতকাল রবিবার শহিদুল পুরো জমিতে পূর্ব-পশ্চিম দিক করে সীমানা দিতে গেলে প্রতিপক্ষ স্বপন তালুকদারের পরিবারের সাথে দ্বন্দ্ব হয়। এক পর্যায় প্রতিপক্ষ শহিদুল এবং তার স্ত্রী মাসুমা, মেয়ে সানজিদা, তাদের সহযোগী শাহনাজ সহ একদল সহযোগী বিশৃঙ্খলা সৃষ্টি করেন, এতে করে স্বপন তালুকদার ও তার ছেলে জাবেদ আহত হয় এবং অপর পক্ষের মাসুমা ও আহত হয়।
স্বপন তালুকদার আরো জানেন, বিষয়টি আমাদের প্রতিবেশীর সাথে ঝামেলা হয়েছে। আমরা চাই এটা মীমাংসা। মামলা করে সমাধান নয়।
অন্যদিকে শহিদুল ইসলাম জানান, শহিদুল ইসলাম ও তার স্ত্রীর উপরে হামলার ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় মামলার জন্য অভিযোগ দিয়েছেন।
এ বিষয় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।