সংঘর্ষে রক্তাক্ত, আহত- ৩
বরগুনার আমতলী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একটি পরিবারের তিনজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার নয় আগস্ট বিকেল আনুমানিক পাঁচটার দিকে হলুদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব চিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, বিকাশ মিএ,ও তার ভাই বিনয় মিএ ও তার মা জোসনা রানী। এদের মধ্যে গুরুতর অবস্থায় বিকাশ কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যরা আমতলীতে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত বিকাশ জানান, বিনয় মিএ গং পুর্বচিলা মৌজায় নিজ রেকর্ডীয় জমি ভোগ দখল করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর ঔ জমিতে চাষাবাদ করে।গত ৯ আগস্ট শনিবার বেলা ২ টায় ওই চাষ করা জমিতে একই এলাকার শুকদেব গংরা জোরপূর্বক চাষ করতে যায়। এতে বিনয় মিএ গং বাধা দেয়, কথার কাটাকাটির এক পর্যায় শুকদেব পাইক,জয়দেব পাইক, সুনীল হাওলাদার,সুজন হাওলদার,ও সৌরভ হাওলাদার সহ অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।এতে বিকাশ মিএ এর মাথায় রক্তাক্ত জখম হয়। তাদের চিৎকারে স্থানীয় ইউপি সদস্য ,ঝন্টু তালুকদার উদ্ধার করে আমতলী সদর হাসপাতাল ভর্তি করে ।
আমতলী থানা অফিসার ইনচার্জ দেয়ান জগলুল হাসান বলেন,, ঘটনাটি শুনেছি,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।