• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে জখমের অভিযোগ

কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় দিনমজুরকে পিটিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে দিনমজুর বেল্লাল খানকে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত ১১ আগস্ট সকাল ছয়টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে ঘটনা ঘটে। 

আহত বেলাল ওই এলাকার আব্দুল জলিল খানের ছেলে ও একজন দিনমজুর। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত বেলালের স্ত্রী নাসরিন জানান, তুচ্ছ ঘটনার জের ধরে গত ১১ই আগস্ট সকাল ছয়টার দিকে প্রতিপক্ষ আব্দুর রহমান খান ও তার ছেলে আজিজুল খান, রাকিবুল খান, জাকারিয়া খান, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আমার স্বামী বেল্লাল কে হত্যার চেষ্টায় পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়, পরিবারের লোকজন আহত থেকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হামলার আঘাতে বেলালের মাথার দুই পাশে বড় ধরনের গুরুতর জখম হয়, ১৬ টি সেলাই রয়েছে। সিটি স্ক্যান রিপোর্টে তার মাথায় মস্তিষ্কে গুরুতর জখম আসে। 

তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলেছে বলে স্বজনদের সূত্রে জানা যায়। 

 

সংবাদটি শেয়ার করুন....