কলাপাড়া- মহিপুর থানার নজিদপুর গ্রামে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে দিনমজুর ফারুক হাওলাদারকে হত্যার চেষ্টায় পিটিয়ে গুরুতর ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত বুধবার দুপুর ১২ টার দিকে মহিপুর সুগন্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত ফারুককে স্থানীয় তার পরিবার উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফারুক ওই এলাকার মৃত আব্দুল হাকিম আলী হাওলাদারের ছেলে ও একজন দিনমজুর।
https://youtube.com/shorts/5g65Kg00aQg?si=UC9simhsTuYegAjC
আহতের ছেলে জাকির জানান, জাকিরের বাবা ফারুক হাওলাদারের সাথে কারো কোন দ্বন্দ্ব নেই। এলাকার আলতাফ হোসেন ও তার ছেলে রনি প্রায় সময় বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হইয়া এলাকার মানুষের উপর হামলা, অত্যাচার শুরু করে দেয়।
ফারুক হাওলাদারের ভাগিনা মনিরের কাছে প্রতিপক্ষ আলতাপ ও তার ছেলে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদার বিষয়টি মনির তার বড় মামা ফারুক কে জানান। ফারুক চাঁদা না দিতে মনিরকে নিষেধ করেন। আর এটাকে কেন্দ্র করে ঘটনার দিন গত ২০ আগস্ট দুপুর বারোটার দিকে আলতাফ ও তার ছেলে রনি এবং আলতাফের অপর ভাই চান মিয়া ও ফুল মিয়া সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে চাঁদার বিষয়কে কেন্দ্র করে মনিরের মামা ফারুক হাওলাদার এর উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকার রনি ও তার সহযোগীরা ফারুককে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। পরে এক পর্যায় তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতরভাবে আহত করেন। পরিবারের লোকজন আহত কে উদ্ধার করে চিকিৎসা সেবায় নিতে গেলে সেখানে গিয়েও চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটিয়ে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন রকমের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার সূত্রে জানা যায়।