• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে সন্তান নষ্ট করে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৮:১১ অপরাহ্ণ
স্বরূপকাঠিতে অন্তঃসত্ত্বা নারীকে লাথি মেরে সন্তান নষ্ট করে দেয়ার অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠি থানার সোহাগ দল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রেক্সোনাকে লাথি মেরে পেটের সন্তান নষ্ট করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ সোহাগদল ৮ নং ওয়ার্ড খান বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ সময় তারা গৃহবধূর সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহত গৃহবধ রেক্সোনা ওই এলাকার রুবেল খানের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

 রেক্সোনা জানান, দীর্ঘদিন ধরে রেক্সোনার মায়ের সম্পত্তি নিয়ে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় মায়ের চাচাতো ভাই সুলতান ও তার পরিবারের সহযোগীরা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমার মা সহ আমাদেরকে অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে প্রতিপক্ষরা। এমনকি জমি দখল করতে প্রায় সময় আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রান নাসের ও হুমকি দেয়া হয়।

কোন উপায় না পেয়ে আমরা এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব প্রশাসনকে জানালে সুলতান ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় আমার মা ফুলমালাকে হামলা চালাতে আসে সুলতান তরিকুলসহ তাদের সহযোগীরা। সেখানে আমি বাধা দিতে গেলে একপর্যায়ে আমাকে মারধর করে আমার পেটের উপরে লাথি মেরে আমার তিন মাসের সন্তান নষ্ট করে দেয় সুলতান, সুবাহান, তরিকুল, ওবায়দুল,শারমিন, মঞ্জু, রুকাইয়া, লামিয়া সহ অজ্ঞাত কয়েকজন। আমাকে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসার পরে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।

আহত রেক্সোনা আরও জানান, আমরা বর্তমানে প্রতিপক্ষদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সন্তান লাথি মেরে হত্যা করেছে, আমি এর উপযুক্ত বিচার চাই।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন....