
বরিশাল শায়েস্তাবাদ এলাকায় আদালতের নির্দেশ অমান্যের প্রতিবাদে ষাট বছর বয়সী এক বৃদ্ধা নারীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা নারীর গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।৩০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক একটার দিকে ৩ নং ওয়ার্ড দক্ষিণ চরআইচা গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম পারুল বেগম, সে ওই এলাকার বশির হাওলাদারের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত ফারুল জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে পারুল ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আব্দুস সালাম ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।পারুলের জমি প্রতিপক্ষ সালাম ও তার সহযোগীরা জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায়। এমনকি এ ঘটনায় বরিশাল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের হয়। মামলায় উভয় পক্ষ থেকে স্থিতিঅবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হলেও প্রতিপক্ষ সালাম ক্ষমতার জোর দেখিয়ে অমান্য করে পারুল বেগম দের গাছপালা কেটে সহ নষ্ট করে। এরই জের ধরে এক পর্যায়ে আব্দুস সালাম, সালামের স্ত্রী শাহিনুর, মেয়ে ফারজানা ও পরশ মনি সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে পারুলকে হত্যার চেষ্টা হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে।
এদিকে হামলার পর প্রতিপক্ষরা উল্টো ত্রিপল লাইনে ফোন দিয়ে ঘটনাস্থলে পুলিশ আনা হলে, পুলিশ প্রকৃত ঘটনা শুনে উল্টা তাদেরকে সাবধান করে দেন।
কাউনিয়া থানায় উপ পুলিশ পরিদর্শক সুমন হোসেন জানান, মামলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি প্রক্রিয়াদিন রয়েছে।