মেহেন্দিগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে ৩ নারীর উপর নির্যাতন ও হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৩ জনের নির্যাতন ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর- লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও পালিত দুটি গরু ডাকাতি করে নিয়ে যায়।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হামিদুল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, হামিদুল হাওলাদারের স্ত্রী ফাতেমা বেগম, হামিদুলের মা অজিফা বেগম এবং মেয়ে মহিমা আক্তার।আহতদের মধ্যে ফাতেমা ও অজিফা কে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে ফাতেমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত ফাতেমা জানান, দীর্ঘদিন ধরে হামিদুল ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী আব্দুর রব মোল্লার ছেলে ফিরোজ মোল্লা ও বাবুল মোল্লা গংদের বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিপক্ষ ফিরোজ মোল্লা, বেল্লাল মোল্লা, বশির মোল্লা,এবং তাদের সহযোগী রফিক বিশ্বাস, জসিম খাঁ, আরিফ মোল্লা, নূরনবী সরদার, ইব্রাহিম, নুরুল ইসলাম, আলাউদ্দিন সহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামিদুলের বাসায় অতর্কিত হামলা চালায়। তারা হামিদলের স্ত্রী ফাতেমা এবং মা অজিফা এবং মেয়ে মহিমাকে হত্যার চেষ্টায় পিটিয়ে মারাত্মক জখম করে এবং ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় এবং দুটি গরুও ডাকাতি করে নিয়ে যায়।
এদিকে হামলার পর আহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। হামলাকারীরা পুনরায় হামলা করবে বলে হুমকি প্রদান করে।এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় হামিদুলের ভাগিনা আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।