• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১৪:০৭ অপরাহ্ণ
তালতলীতে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক

বরগুনার তালতলী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী ও স্ত্রী কে হত্যার চেষ্টায় এলোপাতাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার ২১ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বড় বগীর কাজীর খাল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার ছাদেম আলীর ছেলে হাফেজী মাদ্রাসার পরিচালক আমির হোসেন ও তার স্ত্রী মমতাজ বেগম।

বর্তমান তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন হয়েছে।

আহতদের স্বজন আবু ইউসুফ জানান, দীর্ঘদিন ধরে আমির হোসেন ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ কদম আলির ছেলে সেকান্দার ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।

ঘটনার দিন সোমবার তুচ্ছ বিষয় নিয়ে আমির হোসেন এর সাথে সিকান্দারের দ্বন্দ্ব হয়।

এরই জের ধরে, সেকান্দার ও তার ছেলে সাইফুল, মিজানুর এবং তাদের সহযোগী বেল্লাল, অলি, রফিকুল সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আমির হোসেনকে পিটিয়ে মারাত্মক যখন করে।

এ সময় আমির হোসেনকে বাঁচাতে স্ত্রী মমতাজ আসলে তাকেও কুপিয়ে পিটিয়ে আহত করেন সেকেন্দার সহ অন্যান্য সহযোগীরা।

ইউসুফ আরো জানান বিষয়টি নিয়ে তিনি জিজ্ঞাসাবাদ করতে গেলে তার উপরও হামলা চালানো হয়।

এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ফাঁসাতে প্রতিপক্ষরা নাটকীয়ভাবে মামলা করার চেষ্টা করছে।

সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক, যেকোনো সময় তার অস্ত্র পাচার করার জন্য আমরা ঢাকায় রেফার করে দিতে পারি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে

জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....