পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সহোদর শিক্ষককে হত্যার চেষ্টা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
গত ৬ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দশমিনা সদর হাসপাতাল রোড উপজেলা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত জহিরুল হকের ছেলে কলেজ শিক্ষক আমিনুল হক এবং প্রাইমারি শিক্ষক আজিজুল হক।
এদের মধ্যে গুরুতর আজিজুল কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং আমিনুল হক দশমিনা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত আজিজুল জানান, দীর্ঘদিন ধরে আজিজুল হক তার পরিবারদের সাথে তার আপন চাচাতো ভাই আবুল কালাম ও তার পরিবারদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন বুধবার আজিজুল হকের বড় ভাই আমিনুল তাদের বসতবাড়িতে অর্ধ শতাধিক চারা গাছ লাগানো হয়। কিন্তু প্রতিপক্ষ আবুল কালাম ও তার সহযোগীরা শত্রুতামূলক ওই চারা গাছ উপড়ে ফেলে।
আর এটা নিয়ে প্রতিবাদ করা হলে আবুল কালাম ও তার ছেলে মিরাজ এবং তাদের সহযোগী বজলুর রহমানের ছেলে ফিরোজ আলম সহ ২/৩ জন সহযোগী পরিকল্পিতভাবে আমিনুল হকের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমিনুলের ডাক চিৎকারে ছোট ভাই আজিজুল বাঁচাতে আসল তাকেও হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন আবুল কালাম সহ অন্যান্য সহযোগীরা।
পরিবারের দাবি, সঠিক বিচার পাইতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।