• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চরামদ্দিতে জমি নিয়ে সংঘর্ষে মা ও মেয়েকে রক্তাক্তের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ১৮:০৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জের চরামদ্দিতে জমি নিয়ে সংঘর্ষে মা ও মেয়েকে রক্তাক্তের অভিযোগ 
বাকেরগঞ্জের চরামদ্দিতে জমি নিয়ে সংঘর্ষে মা ও মেয়েকে রক্তাক্তের অভিযোগ
বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকায় জমি নিয়ে সংঘর্ষে মা ও মেয়েকে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১০ নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সঠিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মোক্তার আলী হাওলাদারের মেয়ে আসমা বেগম ও স্ত্রী মঞ্জু বেগম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আসমা জানান, দীর্ঘদিন ধরে আমার বাবার জমি জমা নিয়ে প্রতিবেশী পুলিশ সদস্য ফয়েজ হাওলাদার ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
পুলিশের দাপট দেখিয়ে ফয়েজ ও তার পরিবারের সহযোগীরা আমাদের জমি জোরপূর্বক দখল নেয়। পাশাপাশি ওই জমিতে থাকা গাছপালা কেটে ফেলে। বিষয়টি নিয়ে সালিশ সমাধান বসলে সালিশ দারা আমাদের জমি জমা বুঝিয়ে দেয়। এতে করে  ক্ষিপ্ত হয়ে
এক পর্যায়ে প্রতিপক্ষ আনসার, ফয়েজ, নাজমা, খোকন, আলামিন, অনিক সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ও আমার মাকে হত্যার চেষ্টা পিটিয়ে আহত করেন। পাশাপাশি আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা চালায় ফয়েজ। এ সময় আমার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
স্থানীয় পরিবারের লোকজন আমাদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রভাহিত করতে প্রতিপক্ষ নাজমা হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....