• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতখানে বিএনপি নেতাকে কুপিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ২১:৫৭ অপরাহ্ণ
দৌলতখানে বিএনপি নেতাকে কুপিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার দৌলতখানে হামজা দিয়ে চাষ করাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার বিকাল তিনটার দিকে ১ নং মদনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম জুয়েল ভুইয়া। সে ওই এলাকার জয়নাল আবদিনের ছেলে ও ২ নং ওয়ার্ড বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছে।

আহত জুয়েল জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ক্লাবের নামে পরিচালিত একটি হামজা (ট্রাক্টর) দিয়ে জমি চাষ করা কে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মান্নান এবং জামালের অনিয়ম এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।

এরই জের ধরে একপর্যায়ে ঘটনার দিন শনিবার বিকাল তিনটায় মান্নান, জামাল তাদের সহযোগী সাহেব আলী, বাচ্চু, শিপন, আলাউদ্দিন, আবু তাহের, জিলানী সহ ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে জুয়েলের উপর অতর্কিত হামলা চালায়। জুয়েলকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়। আঘাতে জুয়েলের হাতের তালু কেটে যায় ।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জুয়েলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....