• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল টুঙ্গিবাড়ীয়ায় তাঁতিদল নেতাকে হত্যার চেষ্টায় হামলার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ণ
বরিশাল টুঙ্গিবাড়ীয়ায় তাঁতিদল নেতাকে হত্যার চেষ্টায় হামলার অভিযোগ 

বরিশাল সদর উপজেলার টুংগীবাড়িয়ায় পতাং এলাকায় আবুল কাশেম নপ্তী নামে এক ভেন্ডার কে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১২ই ডিসেম্বর সকাল ১১ টার দিকে পতাং বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

আহত আবুল কাশেম ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বরিশাল সদর উপজেলার সাধারণ সম্পাদক, বরিশাল ভেন্ডার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও বরিশাল চেম্বার অব কমার্সের সদস্য পদে রয়েছে।বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন।

https://youtu.be/UBzuImwXzDs

আহত আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে আবুল কাশেম ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ প্রতিবেশী হেলাল নপ্তী ও তার পরিবারদের সাথে রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। হেলাল নপ্তীর দুই ছেলে কাওসার ও ইনসানের নামে হত্যা মামলা সহ বিভিন্ন রাজনৈতিক মামলা রয়েছে। গত ১০ ডিসেম্বর রাতে বন্দর থানা পুলিশ হত্যা মামলার আসামি কাওসার ও ইনসানকে গ্রেফতার করতে বাসায় আসে। পরে তারা টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ আসার বিষয়টি সন্দেহ করে আবুল কাশেম এর উপর দায়ী করেন কাওসার ও ইনসান।আর এটাকে কেন্দ্র করে ঘটনার দিন সকাল ১১ টায় কাওসার, ইনসান ও তাদের বাবা হেলাল সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে আবুল কাশেম কে অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....