
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন বিএনপির যুবদল নেতা খলিল হাওলাদারকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল রেফার করা হয়। আহত খলিল হাওলাদার ওই এলাকার সত্তার হালদারের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
আহত খলিল জানান, দীর্ঘদিন ধরে খলিলের সাথে প্রতিপক্ষ আওয়ামী লীগের দোসর সোহেল হাওলাদারের পূর্ব শত্রুতা চলে আসছে। সোহেল এলাকায় বিভিন্ন অনিয়ম কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সোহেলের অনিয়ম কর্মকান্ডের বিরুদ্ধে যুবদল নেতা খলিল প্রতিবাদ করলে সোহেল ক্ষিপ্ত হয়ে যায়। এরই জেরে ঘটনার দিন মঙ্গলবার বিকেল পাঁচটায় সোহেল ও তার সহযোগী মাসুদ মুন্সি, সাইফুল মোল্লা, আলামিন আকন, সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা খলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল রেফার করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।