
পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি বিরোধের জের ধরে শাশুড়ি ও জামাই সহ পাঁচজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরও লুটপাট চালানো হয়।
গত সোমবার দুপুর ১:৩০ টার দিকে উপজেলার কাঁচিপাড়া ইউনিয়নের ওমরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, জাহাঙ্গীর শিকদারের স্ত্রী ভানু বেগম, ভানুর মেয়ে জামাই হোসেন সিকদার, ভাতিজা নাজির শিকদার, তাদের স্বজন জাহাঙ্গীর শিকদার ও জাকিয়া বেগম।
এদের মধ্যে ভানু বেগম ও হোসেন সিকদারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং অন্যান্যরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজন অহিদুল শিকদার জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে অহিদুল শিকদার ও তার পরিবারদের সাথে প্রতিবেশী নাজিম আলী শিকদারের ছেলে ইউনুস শিকদার ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন সোমবার দুপুর দেড়টার দিকে জমি নিয়ে দ্বন্দ্বের একপর্যায়ে প্রতিপক্ষ ইউনুস সিকদার, ফারুক শিকদার, মহসিন শিকদার, রমজান শিকদার, আরমান শিকদার, ইকবাল সিকদার, আক্তার আলী শিকদার, সবুজ শিকদার, মিরাজ শিকদার, চান মিয়া শিকদার, মুক্তার আলী শিকদার, হারুন সিকদার, রমজান, পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় ভানু বেগমকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে, এ সময় ভানু বেগমের মেয়ে জামাই হোসেন সিকদার, পরিবারের সদস্য নাজির শিকদার, জাকিয়া বেগম ও জাহাঙ্গীর বাঁচাতে আসলে তাদেরকে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন ইউনুস শিকদারস অন্যান্য সহযোগীরা।
এই ঘটনায় বাউফল থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়