বরিশাল সদর উপজেলার চরকাউয়ার চর আইচা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বেলায়েত হোসেন নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।এ সময় তারা বাসায় থাকা নগদ ১ লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেয়।গত মঙ্গলবার রাত ৯ টার দিকে ৬ নং ওয়ার্ড নীজ বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত বেলায়েত কে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বেলায়েত ওই এলাকার মৃত আঃ হামিদ হোসেনের ছেলে।
আহত বেলায়েত জানান, দীর্ঘদিন ধরে বেলায়েত ও তার পরিবারের সাথে প্রতিবেশী রশিদ হাওলাদারের ছেলে চরকাউয়া ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সালামের পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন মঙ্গলবার তুচ্ছ বিষয় নিয়ে আঃ সালাম ও তার সহযোগী লোকমান, হোসেন, সোবহান, মেহেদী, নবীন, মাহিন, ইব্রাহীম, হানিফ, সোহরাব, নিজাম, নুরুন্নাহার, আনু বেগম, মনী সহ ২০ /২৫ জন সহযোগী পরিকল্পিতভাবে বেলায়েত কে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায়। বর্তমানে বেলায়েত মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।