• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জমি নিয়ে ব্যবসায়ী সহ অন্তঃসত্ত্বা নারীকে হত্যার চেষ্টায় হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১৩:১৭ অপরাহ্ণ
গৌরনদীতে জমি নিয়ে ব্যবসায়ী সহ অন্তঃসত্ত্বা নারীকে হত্যার চেষ্টায় হামলা

গৌরনদী উপজেলার বাটাজোরে জমি জমা বিরোধের জের ধরে খলিলুর রহমান ও তার ৬ মাসের অন্তঃসত্ত্বা শালা বউকে হত্যার চেষ্টায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে লক্ষণ কাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত খলিলুর রহমান ওই এলাকার মোবারক আলীর ছেলে ও অপরজন শালা জাহিদ ব্যাপারীর স্ত্রী অন্তঃসত্ত্বা নাদিয়া আক্তার।

বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

আহত খলিল রহমান জানান, দীর্ঘদিন ধরে খলিল রহমান ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী মৃত সুলতান বেপারির ছেলে সান্টু বেপারী ও তার গং দের সাথে বিরোধ চলে আসছে।

ঘটনার দিন শুক্রবার বিকেলে খলিলুর রহমান তাদের জমিতে কবরস্থানের মেরামতের কাজ করলে প্রতিপক্ষ সান্টু বেপারী ও তার চাচা মজিবর বেপারী সহ অন্যান্য সহযোগীরা বাধা দেয়।

একপর্যায়ে প্রতিবাদ করলে সানটু, মজিবর, মতিন, শাহিনুর, হালিম, বাশার, রাকিব, রাজিব, ফরিদপুরের ফরিদ, অজ্ঞাতনামা ১০-১২ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে খলিলুর রহমানকে হত্যার চেষ্টা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় খলিলুর রহমানকে বাঁচাতে তার শালা জাহিদ ও তার স্ত্রী নাদিয়া আক্তার আসলে তাদের উপরও হামলা চালায় সান্টু সহ অন্যান্য সহযোগীরা।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

সংবাদটি শেয়ার করুন....