{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1,"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তারেক জিয়ার নির্দেশ নিয়ে নিয়ম অনিয়মে বরিশাল মহানগর বিএনপি বিভক্ত
রবিউল ইসলাম রবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশক্রমে ‘বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ডভিত্তিক ইফতার মহফিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা’ করতে গিয়ে নেতৃত্বসহ নেতা-কর্মীর সংকটে ভুগছেন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। এই প্রস্তুতি সভায় মতামত নিয়ে আগে থেকেই বিভক্ত হয়ে যায় কমিটির নেতাকর্মীদের মধ্যে। যার বহিঃপ্রকাশ ঘটেছে সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় বরিশাল মহানগর বিএনপির নিজস্ব অফিস কার্যালয়ে আয়োজিত ওই প্রস্তুতি সভায়। উপস্থিতিতে নেতা-কর্মীর সংকটে সহ বিব্রতকর পরিস্থিতিতে মাত্র ১৬ জন নেতা কর্মী নিয়ে তড়িঘড়ি করে ‘দায়সারা’ ভাবে সভা সম্পন্ন করা হয়। নেতাকর্মীদের মধ্যে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয় নিয়ে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে বিভক্তের সূত্রপাত ঘটে।
এ তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন বলেন- ওই সভার বিষয়ে আমি সহ কমিটির প্রায় ২৬ নেতা কর্মীতে কোন কিছু জানায়নি। যে কারণে আমরা ওই সভায় যেতে পারিনি। বিষয়টি আমি কেন্দ্রে জানিয়েছি। পরে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জানতে চাইলে- তারা পরিমার্জন ও পরিবর্তন করার কথা বলে যেতে বলেন।
তিনি আরো বলেন- ওয়ার্ডভিত্তিক ইফতার মহফিল হোক এটা আমরা চাই। তারা প্রথমে নগরীর আউটার স্টেডিয়াম, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও পার্টি অফিস মিলিয়ে ৫ টা ভেন্যু ঠিক করেছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ হল- জনগণদের সাথে নিয়ে বরিশালে ওয়ার্ড ভিত্তিক ইফতার মহফিল করবে স্ব-স্ব ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। কিন্তু সেখানে মহানগর বিএনপি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব নগরীর ৩০টি ওয়ার্ডকে ৫ ভাগে বিভক্ত করে ৫ টা ভেন্যুতে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ আয়োজন করেছে। কারণ, বরিশালে রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাকর্মীসহ সমর্থক বেশি। তাদের নেতৃত্ব দুর্বল হওয়ায় এমন ঘটনা ঘটেছে।
এ কথার ভিন্নমত পোষণ করে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন- ‘বরিশাল মহানগর বিএনপির ওয়ার্ড ভিত্তিক ইফতার মহফিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা’ সকল নেতা কর্মীকে জানানো হয়েছে। এরমধ্যে অনেকেই আসেনি। কেন তারা আসেনি তা তারাই জানে। কিন্তু সংগঠনের সকলকে জানানো হয়েছিল। যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন বক্তব্যে অনেক ভুল বলে জানান। বরিশাল মহানগর বিএনপির মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া এর ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
বিষয়টি পরিষ্কারভাবে জানতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল বিভাগে সাংগঠনিক জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাসান মামুন এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রের নির্দেশানুযায়ী আগে থেকেই বরিশাল নগরীর ওয়ার্ডগুলোর কমিটি বিলুপ্ত ঘোষণা থাকায় নেতৃত্ব সংকটে পড়েছে বরিশাল মহানগর বিএনপি। ২০২৪ সালের ৪ নভেম্বর বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৪২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। আবার ২০২৪ সালের ২৭ ডিসেম্বর শুক্রবারের বিজ্ঞপ্তিতে নগরীর ২৯টি ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এর কয়েক মাস আগেই আগেই নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সম্মতিতে ২৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ অনুসারে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কমিটিগুলোতে কমিটি গঠন করা হবে বলে। পরে আর ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন হয়নি।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশক্রমে মহানগর দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা বাস্তবায়ন করতে নেতাকর্মী সংকটে পড়ে মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১৬ নেতাকর্মী। বাকি ২৬ নেতাকর্মী সভাতেই যায়নি। যে কারণে বিভক্ত হয়ে পড়েছে কমিটি। আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক মো. আলামিন, মাহফুজুর রহমান মাফুজ ও মো. সাজ্জাদ হোসেন এবং সদস্য কামরুল হাসান রতন, শামীমা আকবর ও হাসিনা কামাল সহ ১৬ জন কর্মী। বিপরীতে রয়েছে অন্য ২৬ জন।
জানা গেছে, ১১/০৩/২০২৫ ইং তারিখ আউটার স্টেডিয়ামে ৯,১০,১১,১২ ও ১৩ নং ওয়ার্ড। পরদিন টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১,২,৩,৪,৫,৬,৭ ও ৮ নং ওয়ার্ড। ১৬/০৩/২০২৫ ইং তারিখে সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে ১৪,১৫,১৬,১৭,১৮ ও ১৯ নং ওয়ার্ড। পরদিন ব্রজমোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে ২০,২১,২২,২৮,২৯ ও ৩০ নং ওয়ার্ড। পরেরদিন অর্থাৎ ১৮/০৩/২০২৫ ইং তারিখে রূপাতলী হাউজিং স্কুল সংলগ্ন মাঠ ২৩,২৪,২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে ‘বরিশাল মহানগর বিএনপি’র ওয়ার্ড ভিত্তিক ইফতার মহফিল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা’ অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অনেক নেতা কর্মী বলেছেন- মূলত ৩০ ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে ওই অনুষ্ঠান বাস্তবায়নের নেতাকর্মী মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেই। যে কারণে একই নেতাকর্মী দিয়ে ৫ ভেন্যুতে আয়োজন করেছে। এতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড়ে সাধারণ মানুষ যেতে পারবে না। ইফতারিতে যেতে বঞ্চিত হবে বরিশালের অনেক মানুষ। মূলত বরিশালের জনগণদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আয়োজন করতে বলেছেন বলে বিশ্বাস তাদের। কিন্তু উল্টে দিয়েছে মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ ১৬ নেতাকর্মী।