
বরিশাল কাউনিয়া থানাধীন কাগাসুরা এলাকায় জমি নিয়ে সংঘর্ষে নারী পুরুষ সহ একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নারীদের সাথে থাকা স্বর্ণালংকার নগদ টাকা ছিনিয়ে নেয়। গত ১৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কাগাসুরা মোয়াজ্জেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার জয়নাল আবেদীন মোয়াজ্জেন, ও জয়নালের দুই ছেলে মনির জাহিদ, তাদের সজন জেরিন, পলি,ও সালমা।স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় মনিরও জাহিদ কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নয়।
আহত জাহিদের স্ত্রী জেরিন জানান, দীর্ঘদিন ধরে জেরিনের শ্বশুর জয়নাল আবেদীন ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিপক্ষ আমজাদ হোসেনের ছেলে মোসলেম ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। গত দুইদিন ধরে মুসলিমের বাড়িতে তার ছোট মেয়ের বিয়ে অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের পরের দিন প্রতিপক্ষ মোসলেম ও তাদের বিয়ে অনুষ্ঠানের লোকজন নিয়ে জয়নাল আবদীন ও তার পরিবারকে বিভিন্নভাবে অশালীন আচরণ করে ও হুমকি দেয়। আর এটাকে কেন্দ্র করে প্রতিবাদ করা হলে একপর্যায়ে মোসলেম, মোসলেমের মেয়ে জামাই নুরু, তাদের স্বজন জাকির, হাসান, সহ ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে জয়নাল আবদীন ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় জয়নাল আবেদীন মোয়াজ্জেন, ও জয়নালের দুই ছেলে মনির, জাহিদ, তাদের সজন জেরিন, পলি, সালমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এদের মধ্যে মনির ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ মোসলেম, হাসান ও জাকির বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়।