
বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়ার ৭ নং ওয়ার্ড এলাকায় জমি বিরোধের জের ধরে বড় ভাই সহ তার পরিবারের চারজনকে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত যখন এর অভিযোগ পাওয়া গেছে অপর তিন ভাই ও তার পরিবারের সহযোগীদের বিরুদ্ধে।গত রবিবার দুপুর বারোটার দিকে কাউনিয়া থানাধীন চরবাড়িয়ার নিজ বাড়িতে ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত কাসেম আলী হাওলাদারের এর ছেলে সুলতান হাওলাদার, সুলতানের স্ত্রী রেহেনা বেগম, ছেলে জান্নাত হাওলাদার ও ফেরদাউস হাওলাদার।
এদের মধ্যে গুরুতর সুলতান ও জান্নাতকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত সুলতান জানান, দীর্ঘদিন ধরে সুলতান এর পৈত্রিক ওয়ারিশ জমি নিয়ে তার ছোট তিন ভাই সালাম হাওলাদার, জামাল হাওলাদার ও জালাল হাওলাদারসহ তাদের পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
গত রবিবার সকাল থেকে বিরোধপূর্ণ জমি আমিন দিয়ে মাপ যোগ করা হয়। বড় ভাই সুলতান কে তার ঘরের পাশ থেকে জমি না দিয়ে পিছন থেকে জমি দেয়া হয়, এতে সুলতান প্রতিবাদ করে।
আর এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে বড় সুলতান সহ অন্যান্য ভাইদের মধ্যে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে প্রতিপক্ষ ছোট ভাই সালাম, জামাল ,জালাল ও তাদের সহযোগী, ফাতেমা, রুনা, ঝুমুর সহ ভাড়াটিয়া কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে বড় ভাই সুলতানকে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায়। এ সময় সুলতানকে বাঁচাতে স্ত্রী রেহানা, ছেলে জান্নাতুল, ও ফেরদাউস বাচাতে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেন সালাম সহ অন্যান্য সহযোগীরা।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ সালাম, জালাল, জামাল থানায় উল্টো নাটক সাজিয়ে অভিযোগ দিয়ে সুলতানের পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ করা হয়।