বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী শহীদুল ইসলাম কে হত্যার চেষ্টায় হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়।
১৬ জুলাই বুধবার বিকেল আনুমানিক চারটার দিকে কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শহিদুল ওই এলাকার কামিজ উদ্দিন সরদারের ছেলে ও একজন পোল্ট্রি ব্যবসায়ী।
আহত শহিদুল জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলাম ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আওয়ামী লীগের দোসর চর কাউয়া কৃষকলীগের সভাপতি ফারুক মজুমদার ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।
ঘটনার দিন বুধবার তুচ্ছ বিষয় নিয়ে ফারুক মজুমদারের ছেলে সজীব ও রাজীবের সাথে দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে সজীব, রাজিব ও তাদের বোন ফারজানা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় শহীদুলের উপর অতর্কিত হামলা চালায়।
বন্দর থানা পুলিশ আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।